দৈনিক খবর

তারেক রহমানের সাথে হিরো আলমের তুলনা করে যা বললেন শামীম ওসমান

আশরাফুল আলম ওরফে হিরো আলম বিনোদন জগতে একটি ভিন্ন নাম। কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে হাস্যরসাত্মক ভিডিও বানিয়ে পোস্ট করে পরিচিতি পান। এরপর তিনি রাজনীতিতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। এবার তিনি দেশের শীর্ষ নেতাদের আলোচনার পাত্র হয়েছেন। এবার তাকে তারেক জিয়ার সাথে তুলনা করলেন আলোচিত নেতা শামীম ওসমান।

হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে বহুগুণ ভালো বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘‘হিরো আলম ফার ফার বেটার দ্যান তারেক রহমান। হিরো আলম আদাতলের সাজাপ্রাপ্ত আসামি নন। তার নামে কোনো দুর্নীতির মামলা নেই। সেই হিসেবে হিরো আলম তারেক রহমানের চেয়ে ভালো। ‘

একটি টেলিভিশন টকশোতে উপস্থিত হয়ে শামীম ওসমান এ কথা বলেন। ওই আলোচনা সভায় বিএনপির পদত্যাগী সংসদ সদস্য রুমি ফারহানাও উপস্থিত ছিলেন।

হিরো আলমকে নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘হিরো আলম পাস করে আসলে আমার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তিনি দুর্নীতিবাজ নন, খু”/নি নন, ব্যাংক ডা”/কাত নন। সংসদ সদস্য হওয়ার জন্য সংবিধানে সব মানদণ্ডই আছে হিরো আলমের। মানুষ যদি হিরো আলমকে নেয়, ভোট দেয়; আপনি-আমি তাকে কীভাবে আটকাবো। কোন অধিকারে তাকে আটকাবো, সে অধিকার সংবিধান আমাদের দেয়নি। ‘

তাকে নিয়ে কথা বললে মূলধারার রাজনীতিবিদদের মধ্যে হীনমন্যতা তৈরি হয় কি না এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বরং তিনি ব্যাংক ডা”কাত, অর্থ পাচারকারীদের চেয়ে ভালো। এখানে আসতে তিনি অনেক পরিশ্রম করেছেন। মানুষ তাকে নিলে আমাদের কিছু করার নেই। ’

প্রসংগত, তারেক জিয়া দেশে দন্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলা”তক রয়েছেন, সেখানে একজন সাধারন মানুষ হয়ে হিরো আলম মানবতার জন্য কাজ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে হিরো আলম নিজের নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন যেখানে এক ব্যক্তি লক্ষ টাকা অনুদানও দিয়েছেন।

Related Articles

Back to top button