দৈনিক খবর

খেলতে খেলতে হঠাৎ মাঠেই মারা গেলেন রশিদ খান, ক্রিয়া জগতে শোকের ছায়া

রেশ না কাটাই আবারো ক্রিয়া জগতে নেমে এলো শোকের কালো ছায়া। জানা গেছে, গতকাল রোববার (২২ জানুয়ারি) ভারতের একটি স্কুল মাঠে বাংলাদেশের মুখোমুখি হয় মালদহের একটি ফুটবল দল। আর সেই ম্যাচেই খেলতে খেলতে হঠাৎ মাঠেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ফুটবলার রশিদ খান। এ সময়ে খেলার মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া দেয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য রশিদ খানকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঠিক কী কারণে বাংলাদেশি ফুটবলারের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, বানারহাটের একটি ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। খেলা শুরুর পর মাঠেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের এক খেলোয়াড়।

এরপর হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বাংলাদেশের অন্যতম এই ফুটবল তারকা। জানা গেছে, ইতিমধ্যেই এ বিষয়টির তদন্ত করছে পুলিশ।

Related Articles

Back to top button