দৈনিক খবর

১২ কেজি ওজনের বোয়াল ২৬ হাজারে বিক্রি!

মাছটি দৌলতদিয়ার ৭নং ঘাটে নিয়ে আসা হলে উন্মুক্ত নিলামে ২৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। মাছটির ওজন ১২ কেজি। পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশাল এই বোয়াল মাছটি।

জেলে সাঈদ হালদার ও তার সাথিরা রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে মাছ ধরতে যান। ভোরে তারা দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলেন। নদী থেকে জাল টেনে তুলতেই বিশাল এক বোয়াল মাছ দেখতে পান। মাছটি ঘাটে নিয়ে এসে ওজন করলে ১২ কেজি হয়। তারপর উন্মুক্ত নিলামে ২ হাজার ২০০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকায় দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সব সময় জেলের জালে বড় মাছ ধরা পড়ে না। শীতকাল হওয়ায় নদীতে পানি কমতে শুরু করেছে। তাই বড় মাছ জেলের জালে ধরা পড়ছে। জেলেরা বোয়াল মাছটি ধরে ঘাটে নিয়ে আসলে নিলামে মাছটি কিনে নেই। তারপর ফেরিঘাটের পন্টুনে বেঁধে রাখি। পরে কেজিতে ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করে দেই।

Related Articles

Back to top button