দৈনিক খবর

‘আরও শক্তিশালী হয়ে ফিরে আসব’

যত সমস্যাই থাকুক, তার পরও আশার বাণী শোনালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গোড়ালির চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না নেইমার। এমনটাই জানিয়েছে তার ক্লাব পিএসজি। এতে সাহস হারাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা। আরও শক্তিশালী রূপে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

২০১৩ সালে সন্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর থেকে বার্সেলোনা ও পিএসজি মিলিয়ে ১০ বছরে মোট ৩৩ বার চোটে পড়েছেন তিনি। আর ৮৮০ দিন মাঠের বাইরে থাকায় ১৪৫টি ম্যাচে মাঠে নামা হবে না তার।

২০১৪ সালে ১৬ জানুয়ারি প্রথমবার গোড়ালির চোটে পড়েন নেইমার। সেই চোটই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। সেই থেকে এখন পর্যন্ত মোট পাঁচবার ডান পায়ে গোড়ালির চোটে পড়েন তিনি। আর সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান ব্রাজিলিয়ান তারকা।

পিএসজির পক্ষে থেকে জানানো হয় অন্তত তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী এবার মোট ১৩০ দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

কিন্তু দ্রুত আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে, নিজের একটি ছবি পোস্ট করেন নেইমার। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

Related Articles

Back to top button