দৈনিক খবর

জাতীয় ফুটবল দলে ৩ নতুন মুখ

মার্চের শেষ সপ্তাহে তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ বৃহস্পতিবার (২ মার্চ) বাফুফে ভবনে ঘোষিত ২৭ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৩ নতুন মুখ। একই সঙ্গে অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন আমিনুর রহমান সজীব।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন ডাক পাওয়া তিন ফুটবলার হলেন- ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর, ফর্টিজের মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

বাংলাদেশের ২৭ সদস্যের চূড়ান্ত দল: জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো, তারেক কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া, সোহেল রানা (বসুন্ধরা কিংস), রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা (আবাহনী), ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার ও রবিউল হাসান।

Related Articles

Back to top button