দৈনিক খবর

এবার নিজ নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা হিরো আলমের

এবার নিজ নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা হিরো আলমের। হবিগঞ্জের শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে গরিব মানুষের সেবা দেয়ার মধ্য দিয়ে নিজের নামে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে চান হিরো আলম।

গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘অনেক আগে থেকে মানবতার সেবায় বিভিন্ন জেলায় নানা কার্যক্রম চালিয়ে আসছি। সিলেটে বন্যার সময় সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করেছি, বগুড়ায় ত্রাণ কার্যক্রম ছাড়াও ঈদে গরিব মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছি। এখন ‘হিরো আলম ফাউন্ডেশন’–এর মাধ্যমে বড় পরিসরে মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করতে চাই। বিশেষ করে কাহালু-নন্দীগ্রাম এবং বগুড়া সদরের সর্বস্তরের মানুষ যেভাবে ভোট দিয়ে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, তাদের কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই।’

এদিকে উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণার পর থেকে হিরো আলমের ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল জাগে উপহারের গাড়িটি হবিগঞ্জ নাকি বগুড়াবাসীর সেবায় ব্যবহার হবে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হিরো আলম উপহারের গাড়িটির নাম দিয়েছেন। আর গাড়িটি কোন এলাকার মানুষের সেবায় ব্যবহার হবে সেই বিষয়টিও পরিষ্কার করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হিরো আলম লিখেছেন, একটি গাড়ি উপহার পেলাম। গাড়ির নাম ‘জনতার অ্যাম্বুলেন্স’, এই গাড়িটি হবে নন্দীগ্রাম-কাহালু বগুড়া উপজেলার জনতার অ্যাম্বুলেন্স।

গাড়িটি বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) সংসদীয় আসনের জনগণের সেবায় কাজে লাগাবো। গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে জনগণের কল্যাণে ব্যবহার হবে। গরিব, অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষদের সেবায় এই উপহারটি (গাড়ি) উৎসর্গ করলাম।

আমি জনগণের সেবা করার ব্রত নিয়ে নিজেকে বিলিয়ে দিতে এসেছি। যিনি (হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষক মুখলিছুর রহমান) আমাকে এই গাড়িটি উপহার দিয়েছেন, তার প্রতি নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সব জনসাধারণ এবং হিরো আলমের সব ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

বগুড়া-৪ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোট দিয়েছে। নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সম্মানিত সব ভোটারদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আগামীতে জনগণ আমাকে তাদের প্রতিনিধি অবশ্যই করবে, ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button