দৈনিক খবর

নারী পুলিশের আপত্তিকর ছবি-ভিডিও তুলে ব্ল্যাকমেইল, কনস্টেবল রুবেল

চট্টগ্রামে নারী নির্যাতন ও পর্নোগ্রাফির অভিযোগে করা মামলায় রুবেল মিয়া (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কনস্টেবল রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে এখনও থানায় আনা হয়নি।’

নগরের চান্দগাঁও থানার এক নারী পুলিশ সদস্যের করা মামলায় গত ১৮ ফেব্রুয়ারি তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত পুলিশ সদস্য কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার সদর থানার ছেওপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি চান্দগাঁও থানায় কনস্টেবল রুবেলের বিরুদ্ধে মামলা করা হয়। কনস্টেবল রুবেল ওই নারী পুলিশ সদস্যের আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রেখেছেন। তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিলেন রুবেল। নারী ও শিশু নির্যাতন দমন আইনও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এদিকে, গত ১৯ ফেব্রুয়ারি রুবেল মিয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

Related Articles

Back to top button