দৈনিক খবর

মরিয়া হয়ে খেলাটি জিততে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটি পারিনি: জস বাটলার

ঢাকায় টানা দু’টি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। সাত বছর পর দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে প্রথমবার সিরিজ হারে বাংলাদেশ। লজ্জাটা আরো বাড়তে পারত, যদি হোয়াইটওয়াশ হতো। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ৫০ রানে জিতে সেটি হতে দেয়নি স্বাগতিকরা।

ম্যাচ হারের পর বাংলাদেশের প্রশংসা করলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম; কিন্তু বাংলাদেশ সত্যিই খুব ভালো লড়াই করল। আমরা শেষ খেলায় জিততে মরিয়া ছিলাম। শেষটা জিতলেও সিরিজ জেতায় অবশ্যই আমরা এখনো খুশি।’

উইকেটের বিষয়ে তিনি বলন, ‘আমরা যা চেয়েছিলাম ঠিক তাই এই সফর থেকে পেয়েছি। আমরা এমন উইকেটেই খেলতে চেয়েছিলাম। এটি আমাদের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে কাজে দিবে।’

জস বাটলার আরও বলেন, ‘আমরা দুর্দান্তভাবে শুরু করেছিলাম। কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশ সত্যিই ভালোভাবে লড়াই করেছে।’ স্যাম কারানের বিষয়ে তিনি বলেন, ‘ওপরের দিকে ব্যাটিং করা স্যামের জন্য একটি দুর্দান্ত সুযোগ ছিল। সে ব্যাট হাতে একজন সম্ভাবনাময় খেলোয়াড়।’

টি-টোয়েন্টির বিষয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমরা সেই ম্যাচগুলোর জন্য অপেক্ষা করছি। এটি এমন একটি ফরম্যাট, যেখানে আমরা খুবই উপভোগ করি।’

Related Articles

Back to top button