Entertainmentদৈনিক খবর

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রসঙ্গে যে কথা বললেন আরবাজ (ভিডিও)

বলিউডের সুপারস্টার সালমান খান মানুষের কল্যানে বেশ কয়েকটি চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যার মধ্য একটি হলো ‘বিয়িং হিউম্যান’। এই দাতব্য সংস্থার একটি নতুন শাখা উদ্বোধন করার জন্য বাংলাদেশে এসেছেন সালমান খানের ভাই আরবাজ খান। তিনি এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডিতে ‘বিইং হিউম্যান’ ফ্যাশন হাউসের দ্বিতীয় শোরুমের উদ্বোধন করেন আরবাজ। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী এবং ‘বিয়িং হিউম্যান’-এর চিফ অপারেটিং অফিসার বিবেক সান্দওয়ার।

গণমাধ্যমে অভিনেতার বক্তব্যের একপর্যায়ে সম্প্রতি ঢাকার বঙ্গবাজারে ভয়া”/বহ অগ্নিকা”ণ্ডের ঘটনা নিয়ে আলোচনা হয়। আগুনে কয়েক হাজার কাপড়ের দোকান পুড়ে যাওয়ার ঘটনা আগেই জানতেন বলিউডের এই অভিনেতা।

২০১২ সালে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভারতের মুম্বাইতে ‘বিইং হিউম্যান’-এর যাত্রা শুরু হয়। যেহেতু এই প্রতিষ্ঠানের তহবিল অসহায়দের দেওয়া হয়। তাই প্রশ্ন উঠেছে সালমান খানের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’ কি বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত পোশাক ব্যবসায়ীদের সাহায্য করবে?

এমন প্রশ্নের জবাবে আরবাজ জানান, ‘বিয়িং হিউম্যান’ সংগঠনের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন। আর এই সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন অভিনেতার ভাই সালমান খান ও বোন অর্পিতা।

আরবাজ বলেছেন যে, তিনি ভারতে ফিরে তাদের দুজনের সাথে বঙ্গবাজারের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংগঠনটি ভালো কিছু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে, সালমান-আরবাজের ছোট ভাই সোহেল খান ১৫ সেপ্টেম্বর ২০২২-এ ফ্যাশন হাউস ‘বিয়িং হিউম্যান’-এর প্রথম শোরুম উদ্বোধন করেছিলেন।
বিশ্বের ১৫টি দেশে এখন পর্যন্ত ৫০০টির বেশি আউটলেট খোলা হয়েছে। এই পোশাকের ব্র্যান্ডের বিক্রি থেকে লাভের একটি অংশ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা হয়ে থাকে।

সালমান খান অনেক মানবতার কল্যানে কাজ করেছেন। তিনি তার দাতব্য সংস্থা থেকে বিপুল পরিমান অর্থ দান করে থাকেন। বাংলাদেশে বঙ্গবাজারের ঘটনায় তিনি একটা ইতিবাচক সিদ্ধান্ত নিবেন এমনটা আশা করছেন অনেকে।

Related Articles

Back to top button