আইন-আদালতদৈনিক খবর

শিশু নির্যাতন করায় গ্রেপ্তার সাংবাদিক শামসুজ্জামান: পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিবৃতি

এবার দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ‘শিশু নির্যাতন’ ও ‘শিশুকে নিজের স্বার্থে ব্যবহারের’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার তারা এই বিবৃতিটি দেয়। এতে বলা হয়েছে, সাংবাদিক শামসুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান দাবি করেছে, বাংলাদেশে জীবনযাপনের ব্যয় নিয়ে প্রতিবেদন করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে, ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বৈশ্বিক বাজারে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বেড়েছে। এনিয়ে অনেক গণমাধ্যম ক্রমাগত প্রতিবেদন করে যাচ্ছে। তবে এ ধরনের প্রতিবেদনের জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওই সাংবাদিককে (শামসুজ্জামান) ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে চাইল্ড এবিউজ ও এক্সপ্লয়টেশনের (শিশু নিপীড়ন ও শোষণ) জন্য। তিনি ৯ বছর বয়সী এক শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং ওই শিশুর নাম দিয়ে নিজের কথাগুলো লিখেছেন।

বিবৃতিত আরও বলা হয়, ওই সাংবাদিক ৯ বছরের একটি শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এটি অবশ্যই চাইল্ড এবিউজ ও এক্সপ্লয়েটেশন। একই সঙ্গে মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখার চেষ্টা করেছেন। এ ধরনের কার্যকলাপও অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, প্রতিটি নাগরিকের জন্য মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করা সৎ সাংবাদিকতার পরিপন্থী। জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) সমর্থনকারী হিসেবে বাংলাদেশ সরকার এ ধরনের শিশু নিপীড়নমূলক কর্মকাণ্ড সহ্য করবে না বলেও উল্লেখ করা হয় পররাষ্ট্র মন্ত্রনালয়।

এদিকে ‘মাছ, মাংস ও চালের স্বাধীনতা’র বিষয়ে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ওই প্রতিবেদনের প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার সাভারের বাসা থেকে সিআইডি ধরে নিয়ে যায়। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলায় প্রথম আলো সম্পাদককেও আসামি করা হয়। গ্রেপ্তার শামসকে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button