দৈনিক খবর

১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর রেকর্ড ছুঁলেন বিশ্বসেরা মেসি

এবার মেসি-এমবাপ্পে জুটিতে ধরাশায়ী মার্শেই। রবিবার রাতের ম্যাচে মেসির পাস থেকে এমবাপ্পে গোল পেয়েছেন। এমবাপ্পের পাসে জালে বল জড়িয়েছেন মেসি। আর এভাবেই মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি। এ জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ফরাসি লিগে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে পিএসজি। শুধু জয়ই নয়; মেসির জন্য ম্যাচটি ছিল স্মরণীয়।

মেসিভক্তদের জন্য স্মরণীয় রাত। কারণ, ম্যাচে এক গোল দিয়ে অনন্য এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মেসি। যে মাইলফলকে এর আগে একমাত্র নাম লিখিয়েছেন ফুটবলের পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। তা হলো ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির। ম্যাচের ২৯ মিনিটে এমবাপ্পের এসিস্টে নিজের ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোলটি করেন মেসি। এরইসঙ্গে নাম লেখান রোনালদোর পাশে।

এদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য বলছে, ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭০০ গোল করতে মেসি খেলেছেন ৮৪০ ম্যাচ, যেখানে রোনালদোর লেগেছে ৯৪৩ ম্যাচ। সে হিসেবে রোনালদোর চেয়ে ১০৩ ম্যাচ কম খেলেই ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি।

এদিকে মেসির ৭০০ গোলের মধ্যে সিংহভাগই বার্সেলোনার হয়ে। সেটাই স্বাভাবিক। ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারে মেসি ১৫ বছর খেলেছেন কাতালানের হয়ে। পরিসংখ্যান বলেছে, মেসি বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির হয়ে ৬২ ম্যাচে।

Related Articles

Back to top button