দৈনিক খবর

ইনশাআল্লাহ আমরা দুজন মিলে কুমিল্লাকে জেতাতে পারব: নাসিমকে নিয়ে রিজওয়ান

চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, জাতীয় দলের সতীর্থ পেস বোলার নাসিম শাহের সাথে জুটি বেঁধে জয় ধরে রাখতে চান তিনি। কুমিল্লা শুরুর তিনটি খেলায় হেরে পরবর্তীতে পরের তিনটি খেলায় জিতেছে। রিজওয়ান বলছেন, টুর্নামেন্টে ভাল করার জন্য মোমেন্টাম পেয়েছে দলটি।

গতকাল মিরপুরে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপে রিজওয়ান বলেন, ‘আলহামদুলিল্লাহ। বিপিএলে আমি আত্মবিশ্বাসী। কুমিল্লা আমাকে অনেক দিচ্ছে। আমরা একটি পরিবারের মতো। শুধু আমি না, সব খেলোয়াড়ের কাছেই কুমিল্লা পরিবারের মতো। মাঠে পারফর্ম করলে সবারই ভালো লাগে, আত্মবিশ্বাসী লাগে।’

এদিকে কুমিল্লা দলে এক ঝাঁক পাকিস্তানের তারকা ক্রিকেটারদের মধ্য দলে যোগ দিয়েছেন পেস বোলার নাসিম শাহ। রিজওয়ান জানালেন, জাতীয় দলে একসঙ্গে খেলার কারণে তাদের মধ্যে বোঝাপড়া চমৎকার। এও মনে করিয়ে দিলেন, দুইজন একই শহর থেকে উঠে আসা। তাই দায়িত্ব নিয়ে ফ্রাইঞ্চাইজি সম্পর্কেও আগে ভাগে ধারণা দিয়ে রাখলেন এই উইকেট রক্ষক ব্যাটার।

তিনি বলেন, ‘(নাসিম শাহ) আমি তাকে বলেছি- এই দলটা পরিবারের মতো। বিপিএল হোক, এসএ-২০ বা অন্য যেকোনো লিগ, দলকে মনে করতে হবে পরিবার। নাসিম আমার জাতীয় দলের সতীর্থ। জাতীয় দলেও আমাদের দারুণ কম্বিনেশন। আমরা দুজন আবার একই শহরের। আলহামদুলিল্লাহ, আমার ও নাসিমের মধ্যে বোঝাপড়াও ভালো। ইনশাআল্লাহ্‌ আমরা দুজন মিলে কুমিল্লাকে জেতাতে পারব।’

দুই দেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা বিনিময় ও খেলার পরিস্থিতি সম্পর্কে রিজওয়ান এও জানান যে, অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন তারা। বাংলাদেশে ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও মন্তব্য করলেন এই পাকিস্তানি তারকা ক্রিকেটার।

তিনি ‘বাংলাদেশের ছেলেরা শেখার জন্য মুখিয়ে থাকে। আমি অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। একইসাথে আমিও ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে প্রশংসা করতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে। তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়।’

‘আমরা পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। বাকিরাও বলে- বাংলাদেশে সবাই আমাদের কাছে আসে, এটা-ওটা প্রশ্ন করে, চাপ সামলানোর বা এসব নিয়ে জানতে চায়। আমরা আমাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করি।’

Related Articles

Back to top button