দৈনিক খবর

ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

এবার তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৪০১ জনে দাঁড়িয়েছে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বরাত দিয়ে এএফপি জানায়, এখন পর্যন্ত কেবল তুরস্কেই মারা গেছেন ২১ হাজার ৮৪৮ জন।

এছাড়া, সিরিয়ায় মারা গেছেন ৩ হাজার ৫৫৩ জন। গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

এদিকে দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার ভূমিকম্পকে ‘১০০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনা’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস।

Related Articles

Back to top button