দৈনিক খবর

রহমতের বৃষ্টিতে ভিজল সুনামগঞ্জ

অবশেষে দীর্ঘ পাঁচ মাস প্রতীক্ষার পরে রহমতের বৃষ্টিতে ভিজেছে সুনামগঞ্জ। আজ বুধবার সকালে জেলার দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, ছাতক, জামালগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় হালকা বৃষ্টি হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এর আগে একই দিন সকালে এই বৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, সুনামগঞ্জের আকাশ মঙ্গলবার ভোর থেকে কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। পরে বুধবার সকালে ওই উপজেলাগুলোতে হালকা বৃষ্টি হয়েছে। তবে একই দিন সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হালকা বৃষ্টি পড়ে।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, আজ বুধবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি ধানের জন্য খুব উপকারী।

এ বিষয়ে প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আজ বুধবার সকালে সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে আগামীকালও হালকা বৃষ্টি হতে পারে।

Related Articles

Back to top button