দৈনিক খবর

জেলের জালে ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়, যত টাকায় বিক্রি হল এই বিশাল মাছটি

শুক্রবার রাতে উপজেলার যমুনা নদী অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে এই বাঘাইড় মাছটি। শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইড় মাছটি তোলা হয়। পরে বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়।

এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম হাকে। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন। টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজির একটি বাঘাইড় মাছ। মাছটি স্থানীয় বাজারে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জেলে সুনীল জানান, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরে পড়ে। এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো জালে ধরা পড়েনি।

স্থানীয় আমিনুল ইসলাম জানান, এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো দেখেনি। মাছটি গোবিন্দাসী বাজারে তোলা হলে এক নজর দেখতে অসংখ্য লোকজন ভিড় করে ও মাছটি অনেক ক্রেতা দাম কষাকষির একপর্যায়ে ৭৫ হাজার টাকা বিক্রি হয়। মাছ ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখি বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হল। এসময় অনেকেই মাছটি দামাদামি করছিলেন। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে ক্রয় করি।

Related Articles

Back to top button