দৈনিক খবর

৫০০ টাকা করে জরিমানা দিয়ে মুক্ত স্পা সেন্টারের ৯ জন

রাজধানীর গুলশানের ‘অল দ্য বেস্ট স্পা’ সেন্টার থেকে আটক নয়জনকে পাঁচশত টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সেই জরিমানার টাকা পরিশোধ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন তারা। সিএমএম আদালতের হাজত খানার ইনচার্জ শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিএমপি অধ্যাদেশের ৭৪ ধারায় (অসামাজিক কার্যকলাপ) অপরাধ করায় তাদের ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক ফুয়াদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত আসামিদের কাছে দোষী না নির্দোষী বলে জানতে চাইলে তারা নিজেদের দোষী দাবি করেন। এরপর বিচারক তাদের ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাদের আরও পাঁচদিন কারাগারে রাখার আদেশ দেওয়া হয়।

এর আগে বুধবার (১১ জানুয়ারি) গুলশান-২ নম্বরের ৪৭ রোডের ২৫ নম্বর আবাসিক ভবনে স্পা সেন্টার থেকে তাদের আটক করা হয়।

Related Articles

Back to top button