দৈনিক খবর

চলচ্চিত্র অঙ্গনে কান্নার রোল, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

আবারো ভারতের দক্ষিণ চলচিত্র অঙ্গনে উঠেছে কান্নার রোল। এবার মারা গেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নন্দমুরি তারকা রত্ন। জানা গেছে মাত্র ৩৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

গতকাল শনিবার রাতে বেঙ্গালুরুর নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাইমস অফ ইন্ডিয়ার খবর।

অভিনয় ছাড়াও, তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন, তেলুগু দেশম পার্টির (টিডিএম) একজন নেতা তর্ক রত্ন হিসাবে।

২৭শে জানুয়ারী, ভারতের অন্ধ্র প্রদেশের কুপ্পামে তার দলের একটি রাজনৈতিক বৈঠকের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। সিপিআর দেওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে কুফহামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাঙ্গালোরের নারায়ণ হৃদালয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতা, যিনি ২৩ দিন ধরে সংগ্রাম করছিলেন, তার চিকিত্সার জন্য কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে নিয়ে এসেছিলেন। অনেক চেষ্টা করেও ফেরানো যায়নি তারকা মণি।

প্রসঙ্গত, দক্ষিণ সিনেমার একটি জনপ্রিয় নাম ছিল তারকা রত্ন। তিনি তার অভিনয় দক্ষতা ফুটিয়ে উঠিয়েছেন পর্দায় যা পছন্দ করেছিল সিনেমা প্রেমী মানুষেরা। আর এই কারনে তিনি পেয়েছেন সম্মাননাও।বিশেষ করে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমরাবতী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা খলনায়ক অভিনেতা হিসাবে রাজ্য নন্দী পুরস্কার পান।

Related Articles

Back to top button