দৈনিক খবর

এবার জাতীয় জাদুঘরে দেখা যাবে ‘হাওয়া’

জাতীয় জাদুঘরে ১৬ জানুয়ারি ‘হাওয়া’ এবং ২০ জানুয়ারি ‘ওরা ৭ জন’ দেখানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। শনিবার (১৪ জানুয়ারি) বিকেল থেকে থেকে শুরু হওয়া এ উৎসবটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এতে দেখা যাবে ২০২২ সালের তুমুল আলোচিত ‘হাওয়া’ সিনেমাটিও।

এছাড়াও দেখা যাবে, মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ ও পূর্ণদৈর্ঘ্য আশিক মুস্তাফার‌ ‘থার্টি ফাইভ’।

উৎসবটির এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ’। এবারের আয়োজনে ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। এগুলো দেখা যাবে রাজধানীর পাঁচটি ভেন্যুতে।

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামান বলেন, ‘এ উৎসবে ১০টি বিভাগে সিনেমাগুলো দেখানো হবে। বরাবরের মতো এবারও ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।’

Related Articles

Back to top button