দৈনিক খবর

পিএসজির জয়ের রাতে মেসির অবিস্মরণীয় রেকর্ড

রাতটা ছিল মেসি-এমবাপ্পের। পিএসজির এ জয়ের রাতে রেকর্ড বইয়ে আরও একবার নাম লেখালেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। দ্বিতীয় ফুটবলার হিসেবে ছুঁয়েছেন ক্লাব ফুটবলে ৭০০ গোলের কীর্তি। নেইমারহীন ম্যাচে দুজনে মিলে হেসে-খেলেই হারিয়ে দিলেন মার্সেইকে। এ রাতে মেসি ও এমবাপের নৈপুন্যে অনায়াসে জয় পায় পিএসজি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে মার্সেইকে ৩-০ ব্যবধানে হারায় ক্রিস্তেফ গালতিয়ের দল। প্রতিশোধ এই ম্যাচে ম্যাচের ২৫ মিনিটেই গোলের দেখা মেলে পিএসজির, লিওনেল মেসির পাস থেকেই প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

তার ঠিক চার মিনিটের মাথায় এবার এমবাপ্পের পাস থেকে গোল করেন লিওনেল মেসি। যার ফলে ম্যাচের মোর অনেকটাই ঘুরে যায়।

বিরতির পর আরও একধাপ এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৫৫ মিনিট আবারও মেসির পাস। আবারও এমবাপ্পের গোল।

শেষ পর্যন্ত মেসির দুই অ্যাসিস্ট এক গোল আর এমবাপ্পের দুই গোল এক অ্যাসিস্টে মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ফরাসি লিগে শীর্ষস্থানটা আরও শক্ত বরলো পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্শেই।

পিএসজির বড় জয়ের রাতে লিওনেল মেসি করে ফেললেন এক অবিস্মরণীয় রেকর্ড। ক্লাব ফুটবলে ছুঁয়ে ফেললেন ৭০০ গোলের মাইলফলক। এর মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল করেছেন মেসি। সবমিলিয়ে এ পর্যন্ত পিএসজিতে মেসির গোল সংখ্যা ২৮।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৭০৯।

Related Articles

Back to top button