দৈনিক খবর

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বড় পুরস্কার পেলেন কোচ লিওনেল স্কালোনি

বিশ্বজয়ী কোচকে এবার বর্ষসেরা কোচের সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস)। আর্জেন্টাইন এই কিংবদন্তি এখানে টেক্কা দিয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশ্যম ও মরক্কোর ওয়ালিদ রেগরাগুইকে।

অফিশিয়াল ওয়েবসাইটে আইএফএফএইচএস স্কালোনি সম্পর্কে লিখেছে, ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর স্কালোনির দল জিতেছে ফিনালিসিমা ও বিশ্বকাপ। আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তার চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

সেই চুক্তিতে সই করবেন বলেও জানিয়েছেন স্কালোনি। আপাতত ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে স্কালোনির। অর্থাৎ, চার বছর পরে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ হিসেবে দেখা যাবে স্কালোনিকে।

আইএফএফএইচএস এর জরিপে সেরা কোচের মধ্যে রয়েছেন লিওনেল স্কালোনি (২৪০ পয়েন্ট), দিদিয়ের দেশ্যম (৪৫ পয়েন্ট), ওয়ালিদ রেগরাগুই (৩০ পয়েন্ট), জ্লাৎকো দালিচ (২০ পয়েন্ট), হাজিমে মরিয়াসু (১৫ পয়েন্ট), লুইস ফন গাল ও গ্রেগ বারহাল্টার (১০ পয়েন্ট), হার্ভে রেনার্ড, তিতে ও পাওলো বেন্তো- ৫ পয়েন্ট।

Related Articles

Back to top button