দৈনিক খবর

ডিসেম্বরের ঘটনায় এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া,তবে কি সত্যি হচ্ছে সেই শঙ্কা

সম্প্রতি বাংলাদেশের সীমান্তে এসে ভিড়েছে রাশিয়ার জাহাজ। আর এই রাশিয়ার জাহাজের উপর রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা যার ফলে দেশে ঢুকতে দেয়া হচ্ছে না এই জাহাজগুলোকে। খোঁজ নিয়ে জানা গেছে দেশটির প্রায় ৬৯টি জাহাজকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়া হয়েছে শুধু মাত্র মার্কিন নিষেধাজ্ঞার কারনে। আর এই কারনে এবার এই বিষয়টি নিয়ে দেশটিতে অবস্থানরত বাংলাদেশী রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রোডেনকো আন্দ্রে ইউরেভিচ বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসানকে তলব করেন। তিনি বলেন, বাংলাদেশের এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বহনকারী রাশিয়ার পতাকাবাহী জাহাজ ফিরিয়ে দিয়েছে। গত ডিসেম্বরের ঘটনায় রাশিয়া বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে উদ্বেগ প্রকাশ করে।

প্রসঙ্গত, এ দিকে নিষেধাজ্ঞার কারনে জাহাজ গুলো ঢুকতে না পারে বেশ অসস্তিতে ভুগছে রাশিয়া। আর এই শঙ্কাই একটা সময়ে হয়েছিল যে এই বিষয়ে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে তলব করা হতে পারে বাংলাদেশের প্রতিনিধিকে। আর এই শঙ্কায় এখন হতে যাচ্ছে সত্যি। জানা যায় এ বিষয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ‘ইথার তাস’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রদূতকে তলব করা হয়।

Related Articles

Back to top button