Countrywideদৈনিক খবর

জাতিসংঘের আপত্তি,শেষ পর্যন্ত দেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা নিয়ে মুখ খুললেন আইনমন্ত্রী

বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত একটি বিষয় হলো ডিজিটাল নিরাপত্তা আইন। আর এই ডিজিটাল নিরাপত্তা আইন এখন অনেক মানুষের জন্য হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যাথার কারণ। গেলো কিছু দিন আগে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে প্রথম আলোর সাংবাদিক শামসকে। এরপর এই মামলা নিয়ে কথা বলেছে খোদ জাতিসংঘ। তারা এই আইন বাতিল করার কথাও জানায় সে সময়ে। এবার এ নিয়ে কথা বললেন দেশের বর্তমান আইন মন্ত্রী।

সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন খুবই প্রয়োজন। তাই এ আইন কোনোভাবেই বাতিল করা যাবে না। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সাইবার অপরাধ রোধে ডিজিটাল নিরাপত্তা আইন খুবই প্রয়োজনীয় একটি আইন। এই আইন কোনোভাবেই বাতিল করা যাবে না।

আইনের অপব্যবহার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, সে বিষয়টা দেখা হচ্ছে।

এদিকে আজ আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রথম আলোর সম্পাদকের জামিন ও তাদের এক সাংবাদিকের কারাদণ্ড নিয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমি কারও সঙ্গে সাব-জুডিশিয়াল বিষয়ে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে ব্যবস্থা নেবে তা আমাদের মেনে নিতে হবে।

প্রসঙ্গত, এ দিকে আইজিপির সাথে আইনমন্ত্রীর কি বিষয়ে লম্বা বৈঠক হলো তা নিয়ে জিজ্ঞেস করা হলে আইনমন্ত্রী বলেন, তার সাথে প্রতিনিয়ত মামলা মোকদ্দমা নিয়ে কথা হয়ে থাকে। সেই সাথে মামলার জটিলতাগুলো নিয়ে আলোচনা করা হয় যাতে সেগুলো দ্রুত আদালতে নিষ্পত্তি হয়।

Related Articles

Back to top button