দৈনিক খবরসারাদেশ

টাকা ফুরিয়ে যাওয়ায় নিখোঁজ ৪ বান্ধবী বাসায় ফিরেছে

মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে। টাকা ফুরিয়ে যাওয়ায় তারা বাসায় ফিরে এসেছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (৩১ মার্চ) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতে কিশোরীরা বাসায় ফিরেছে বলে শুনেছি। পরে তাদের আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, ওই ৪ কিশোরীরা জানায়, পরিবারের সঙ্গে রাগ করে তারা প্রথমে সিলেট যায়। সেখান থেকে আবার তারা খুলনায় একটি হোটেলে গিয়ে উঠে। এর মধ্যে তাদের হাতে টাকা শেষ হয়ে আসতে শুরু করে। তখন ওই চার বান্ধবী আবার বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এবং বুঝতে পারে তাদের এই কাজটা ঠিক হয়নি। পরে গতকাল রাতে তারা বাসায় ফিরে এসেছে।

উল্লেখ্য, এই চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। তারা হলেন কুলসুম, তারমিন আক্তার কল্পনা, সামিয়া ও খুশি। এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরকা পরিহিত ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।

Related Articles

Back to top button