দৈনিক খবর

ও দ্রুতই ফর্মে ফিরবে: মুস্তাফিজকে নিয়ে তামিম

বর্তমান সময়ে এক প্রকার হারিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে মুস্তাফিজুর রহমান ছিলেন অপ্রতিরোধ্য… বিশেষ করে মিরপুরে তার সাথে আর কোন বোলারের তুলনাই ছিল না। কিন্তু সেই মুস্তাফিজুর রহমান এখন সেই মুস্তাফিজ নেই।

মুস্তাফিজই মিরপুরে সর্বশেষ পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র ১ উইকেট! ইংল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতেই তিনি উইকেটশূন্য। প্রথম ম্যাচে ৮ ওভারে দিয়েছেন ৪২ রান। গতকাল দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৬৩ রান খরচ করেন।

গতকাল ১৩২ রানে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়- পারফর্মেন্সবিহীন মুস্তাফিজ জাতীয় দলে ‘অটোচয়েস’ কিনা? জবাবে তামিম জানান, দলের কেউই অটোচয়েস না।

তামিম বলেন, “সত্যি কথা বলতে কোনোকিছু নেই। আমি নিজেও অটোচয়েস না। টিমে অটোচয়েস কেউ নাই। আমি যদি নিয়মিত পারফর্ম না করি, তাহলে আমিও কিন্তু দলে থাকব না। তাই অটোচয়েস কেউ নয়।”

তামিম এখনো বিশ্বাস করেন, মুস্তাফিজ আবার স্বরূপে ফিরবেন। অধিনায়কের ভাষায়, “আমার বিশ্বাস, সে পারবে। সে আগেও করেছে। ওর খুবই ভালো ডিফেন্সিভ স্কিল আছে। ওর উইকেট শিকারের দক্ষতায় একটু উন্নতি করতে হবে”

তিনি আরও বলেন, “কোনো সময় কোন ক্রিকেটারের (পারফর্মেন্স) একই গ্রাফে যাবে না। আপ-ডাউন থাকবেই। সবসময় আমি তার কোয়ালিটির ওপর ব্যাপকভাবে আস্থা রাখি। এবং বিশ্বাস করি সে অবশ্যই কামব্যাক করবে। এতে আমার কোন সন্দেহ নেই।”

Related Articles

Back to top button