দৈনিক খবর

আমার একার না, তাসকিন সবার নজর কেড়েছে

ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানকে পেছনে ফেলে হয়ে উঠেছেন দেশের প্রধান স্ট্রাইক বোলার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিয়েছেন মোট ৪ উইকেট।

আজ রবিবার তৃতীয় ওয়ানডে-পূর্ব সংবাদ সম্মেলনে তাসকিনের ভূয়সী প্রশংসা করলেন ইংলিশ পেসার মার্ক উড। তার মতে, সফরকারী পেসাররাও নাকি তাসকিনকে দেখে শিখছেন।

সংবাদ সম্মেলনে মার্ক উড বলেন, ‘তাসকিন খুবই প্রশংসনীয় পারফর্ম করেছে। আমার একার না, সবার নজর কেড়েছে সে। (আমাদের) পুরো দল বলেছে, সে কতটা ভালো বোলিং করেছে। সে খুব গতিতে বল করেছে, ভালো লেংথে রেখেছে।

প্রথম ম্যাচে সেই আমাদের পেসারদের দেখিয়েছে যে কোন জায়গায় আসলে বল করা উচিত। আমরা তার পারফরম্যান্স থেকে অনেক কিছু শিখেছি। আমি, জোফ্রা এবং ওকস। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে।’

শুধু উইকেট শিকার নয়, তাসকিনের আঁটসাঁট বোলিংয়ের প্রশংসাও করেন ইংলিশ পেসার, ‘এমন না যে শুধু উইকেট নিয়েছে, সে খুব আঁটসাঁট বোলিং করেছে। তার পারফরম্যান্স খুবই প্রশংসনীয় ছিল।

সব ব্যাটার বলেছে, সে খুব ভালো পারফর্ম করেছে। সত্যি বলতে আমি চাই না সে খারাপ করুক। তবে এটাও চাই না যে আগামী ম্যাচে সে ভালো করুক এবং অনেক উইকেট নিক (হাসি)। অবশ্যই সে খুব প্রশংসনীয় বোলিং করছে।’

Related Articles

Back to top button