দৈনিক খবর

বিপিএলে ভাষা শহীদদের স্মরণ, পাকিস্তানিদের হাতেও কালো ব্যাজ

চলতি ভাষার মাস ফেব্রুয়ারি। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকল ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ পোশাক পড়েছেন। ক্রিকেটারারা বাহুতে বেঁধেছেন বর্ণমালা সম্বলিত কালো ব্যাজ।

এর আগে গত ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই।

তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। আজ পাকিস্তানি খেলোয়াড় এবং ধারাভাষ্যকারদেরও কালো ব্যাজ/পোশাক পরতে দেখা গেল।

এদিকে বিসিবির ঘোষণা অনুযায়ী, আজ ধারাভাষ্যকারগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করবেন। বাংলাদেশি ধারাভাষ্যকারগণ বাংলাতে ধারাভাষ্য দিবেন এবং বিদেশী ধারাভাষ্যকারেরাও তাঁদের ধারাভাষ্যর সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন।

এছাড়া ম্যাচের আগে ও পরে সম্ভব হলে খেলোয়াড়দের সাক্ষাতকার নেওয়া হবে বাংলায়। সেই সঙ্গে খেলা চলাকালীন মাঠে অবস্থিত এল ই ডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত হবে।

Related Articles

Back to top button