দৈনিক খবর

পিএসজি দল থেকে ছিটকে গেলেন এমবাপে!

ব্রাজিল তারকা নেইমারের পর এবার এমবাপেকেও হারাল পিএসজি! ইনজুরি জুজু তাড়িয়ে বেড়াচ্ছে ফরাসি ক্লাব পিএসজিকে। চোটের কারণে সবশেষ ম্যাচে ব্রাজিল স্ট্রাইকার নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল গালটিয়েরের দলকে। এবার আরও বড়সড় ধাক্কা খেল প্যারিস জায়ান্টরা। গতকাল বৃহস্পতিবার ১ জানুয়ারি দিবাগত রাতে মোঁপেলিয়েরের বিপক্ষে মাত্র ১০ মিনিটের ব্যবধানে মাঠ ছেড়েছিলেন এমবাপে ও সার্জিও রামোস।

চোটের কারণে যেখানে আগে থেকেই নেই নেইমার, সে যাত্রায় যোগ দেন এ দুই গুরুত্বপূর্ণ তারকা। যদিও তাদের ইনজুরি কতটা গুরুতর, সেটি তখনো জানা যায়নি। তবে মেসি নৈপুণ্যে দারুণ জয়ের পরও এমবাপের চোটে অস্বস্তি বাড়ছিল পিএসজি শিবিরে। ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের জানিয়েছিলেন, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এমবাপে। আমরা এখনো জানি না ক্ষত হয়েছে কি না। খুব বেশি গুরুতর মনে হচ্ছে না তা। খুব বেশি চিন্তিতও নই।

তবে সবশেষ ক্লাবের এক বিবৃতি দুঃসংবাদই দিলো সমর্থকদের। জানা গেছে ধারণার চেয়েও বেশ গুরুতর এমবাপের চোট। পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়েরের প্রাথমিক পর্যবেক্ষণ ছিল হাঁটুর পেছনে আঘাত পেয়েছেন এমবাপে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, আঘাতটা বেশ গুরুতর।

এদিকে সর্বনাশা চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ফরাসি তারকাকে। আর তাই আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন বায়ার্ন মিউনিখ ম্যাচে এমবাপেকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজিকে।

শুধু তাই নয়, ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে মার্শেই-এর বিপক্ষেও তাকে পাবার সম্ভাবনা ক্ষীণ। পিএসজির হয়ে চলতি মৌসুমে ২৬ ম্যাচে ২৫ গোল করেছেন এমবাপে। তাকে হারিয়ে বড় ধাক্কা খেলেও পিএসজির আশা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে ফিরবেন এমবাপে।

Related Articles

Back to top button