দৈনিক খবর

গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীর গুলশানের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পরে আরো কয়েক দফায় বেশ কয়েকটি ইউনিট যোগ দিয়ে বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। বি

ভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে এখন পর্যন্ত আগুনে নি’হত ১ জন। আগুন ছড়িয়ে পড়েছে বহুতল ভবনের কয়েকটি তলায়। লাফ দিয়ে পড়ে নারীসহ অন্তত ৩ জন আহত। ৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকে পড়েছেন বলে শঙ্কা।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনে আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবারের বসবাস। ঘটনাস্থল থেকে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম বলেন, ভবন থেকে ধোয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Related Articles

Back to top button