দৈনিক খবর

কমলো ডিমের দাম

এবার হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ওঠার পর রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে পোলট্রি মুরগির ডিমের হালি। তবে বেড়েছে আদা, রসুন ও সজনে ডাঁটার দাম। মাছ, মাংস, চাল, ডাল ও তেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজ মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের মতোই ২১০-২২০ টাকা, পাকিস্তানি ৩১০-৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৬০-৪৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি ৪৪-৪৫ টাকা থেকে নেমে ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস গত সপ্তাহের মতোই ৬৭০-৭০০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লালবাগ বাজারের ডিম বিক্রেতা মকবুল হোসেন বলেন, সাধারণত গরমকালে ডিম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে ডিম দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয় না। গত দুই সপ্তাহ যে পরিমাণ সংকট ছিল সেটা আপাতত নেই।

এদিকে সবজি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রতিকেজি টমেটো গত সপ্তাহের মতো ২৫-৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, শসা ২৫-৩০ টাকা, চিকন বেগুন ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৪৫-৫০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, করলা ৬০-৭০ টাকা থেকে বেড়ে ৮০-১০০ টাকা, উচ্ছে ১৬০-১৭০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, লেবু প্রতিহালি ১৫-২০ টাকা।

কাঁচামরিচ গত সপ্তাহের মতোই ১৩০-১৪০ টাকা, শুকনা মরিচ ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে দাম ৩০-৪০ টাকা, ধনেপাতার কেজি ৩৫-৪০ টাকা, কাঁচকলা হালি ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ৩৫-৪০ টাকা, মুলা আগের মতোই ১৫-২০ টাকা, বাঁধাকপি ১০-১৫ টাকা পিস এবং ফুলকপি ১০-১৫ টাকা কেজি দরে বক্রি হচ্ছে।

আদা ১০ টাকা বেড়ে ১২০-১৩০ টাকা এবং রসুন ১৩০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০-১৫ টাকায়। এছাড়া বাজারে নতুন আসা সজনে ডাঁটা ১৯০-২০০ টাকা থেকে বেড়ে ২২০-২৪০ টাকা, মিষ্টি আলু আগের মতোই ৩৫-৪০ টাকা, পটোল ৮০-৯০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ১০০-১২০ টাকা এবং মটরশুঁটি গত সপ্তাহের মতোই ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Related Articles

Back to top button