আন্তর্জাতিকদৈনিক খবর

মালয়েশিয়ায় চাকরি না পাওয়া ২৬ বাংলাদেশি কর্মী উদ্ধার

মালয়েশিয়ায় একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২৬ বাংলাদেশি কর্মীকে উদ্ধার করেছে দেশটির শ্রম বিভাগ। গত বুধবার (৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ের কাছে আবাসিক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৬ শ্রমিককে সুরক্ষার জন্য একটি সেফ হাউসে রাখা হয়েছে।

এক বিবৃতিতে শ্রম বিভাগ এক বিবৃতিতে বলেছে, উদ্ধারকৃত শ্রমিকরা ১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় এসেছেন। তারা বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নিয়োগকর্তারা চাকরি দিতে ব্যর্থ হন এবং চাকরি না দিয়ে ওই আবাসিক এলাকায় রেখে দেন।

কর্তৃপক্ষ বলছে, অভিবাসী শ্রমিকরা যাতে কেলেঙ্কারি বা বাধ্যতামূলক শ্রমের শিকার না হন তা নিশ্চিত করার জন্য অভিযান চালানো হয়েছিল। শ্রম বিভাগ সম্ভাব্য চাকরি খোঁজা বা শেষ উপায় হিসেবে শ্রমিকদের তাদের দেশে ফেরত পাঠানোসহ অন্যান্য সহায়তা দেবে। উদ্ধার ২৬ কর্মীকে একটি সেফ হাউজে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শ্রম বিভাগ এমন কোনো বিষয়ে আপস করবে না যা বাধ্যতামূলক শ্রমের দিকে পরিচালিত করবে এবং দেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলবে। প্রতিটি সেক্টরের নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের জন্য আবেদন করার পরে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করতে হবে। এর মধ্যে রয়েছে চাকরি প্রদানের পাশাপাশি উপযুক্ত বাসস্থান। বিদেশি কর্মীদের জন্য আবেদন করার সময় বাধ্যতামূলক মানদণ্ড এবং নির্দেশনা মেনে না চললে নিয়োগকর্তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও দেশটির শ্রম বিভাগ জানিয়েছে।

Related Articles

Back to top button