দৈনিক খবর

ভুমিকম্পে তুরস্কে অদ্ভুত ও বিশাল গভীর খাদ, ভীত বাসিন্দারা (ভিডিও)

সাম্প্রতিক সময়ে তুরস্ক ও সিরিয়ায় যে ভয়ানক ভূমিকম্প হয়েছে, এতে করে বিপুল সংখ্যক মানুষ প্রয়াত হয়েছেন। দেশটিতে বড় ধরনের একটি বিপর্য”য় নেমে এসেছে। এখনও ধ্বং”সস্তুপের নীচ থেকে মানুষের নিথর দেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল। ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় ৪১ হাজারেরও বেশি নিথর দেহ উদ্ধার করা হয়েছে। বিধ্ব”স্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। বর্তমানে সেসব এলাকায় বসবাসকারী মানুষের দুর্দ’শা ও করুণ চিত্র নিয়ে অনেক খবর রয়েছে। এবার একটি অদ্ভুত ঘটনা ঘটার খবর পাওয়া গেছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের আল্টিনোজো বিভাগে।

ভূমিকম্পের প্রভাবে সেখানে গভীর খাদ তৈরি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ভূমিকম্পের পর সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কের আলটিনোজোতে একটি বিস্তৃত জলপাই বাগানের মধ্যে ৯৮৪ ফুট লম্বা বিশাল বড় খাদের সৃষ্টি হয়েছে, বলে মিডিয়া জানিয়েছে। খাদের ভেতরটা দেখতে অনেকটা ধূসর গিরিখাতের মতো। কিছু জায়গায় এটি প্রায় ১৩০ ফুট গভীর।

ভূমিকম্পের প্রভাবে তৈরি এই খাদ প্রমাণ করে গত সোমবার আঘা”/ত হা”/না ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল।

ওই এলাকায় বসবাসকারী ইরফান আকসু নামে এক ব্যক্তি তুর্কি সংবাদপত্র ডেমিওরেনকে বলেন, ‘যখন ভূমিকম্প আঘা”/ত হা”নে তখন সেখানে প্রচণ্ড জোরে শব্দ হচ্ছিল। যখন আমরা ঘুম থেকে জেগে ওঠি তখন মনে হয়েছিল যুদ্ধক্ষেত্রে আছি। ’

ওই এলাকায় তল্লা’শি চালানোর অনুরোধ করেন তিনি। কারণ সেখানে তিনিসহ প্রায় ৭ হাজার মানুষের বসবাস। তিনি বলেন, ‘আমরা ভীত। যদি খাদটি আরেকটি সামনে হতো, তাহলে এটি আমাদের শহরের মাঝে পড়ে যেত। ’

এদিকে, তুরস্ক এবং সিরিয়ায় আঘা”ত হা”না ভূমিকম্পটি ২০২১ সালের পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ২০২১ সালে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে ৮.১ মাত্রার ভূমিকম্প আঘা”ত হা”নে। কিন্তু সেখানে কোনো মানব বসতি না থাকায় মানুষের কোনো ক্ষতি হয়নি।

এই এলাকার টেকটনিক প্লেটগুলির ঘর্ষণ অতীতেও অনেক বড় ভূমিকম্পের জন্য দায়ী ছিল। ১৩ আগস্ট ১৮২২ সালে এখানে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প সৃষ্টি করে, যা সোমবার রেকর্ড করা ৭.৮ মাত্রার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। তা সত্ত্বেও, সেই ভূমিকম্পের ফলে এলাকার শহরগুলিতে প্রচুর ক্ষতি হয়েছিল, শুধুমাত্র আলেপ্পো শহরে ৭০০০ জন প্রয়াত হয়েছিলেন। ক্ষতিকর আফটারশক প্রায় এক বছর ধরে চলতে থাকে।

Related Articles

Back to top button