দৈনিক খবর

তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ তারকা ফুটবলার আতসু

গতকাল তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ রয়েছেন চেলসির সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। বর্তমানে তিনি খেলছেন তুরস্কের ক্লাব হাতায়স্পরে। সেই ক্লাবটি অবস্থিত কাহরামানমারাস এলাকায় এবং এখানেই ভূমিকম্পের প্রভাব মারাত্মক। তুরস্কের গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী হাতায়স্পর ক্লাবের বেশকিছু খেলোয়াড় এবং কোচিং স্টাফ ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন।

তাদের সবাইকেই উদ্ধার করা গেলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু এবং সেই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুট। গত রবিবারই ক্লাবের হয়ে গোল করেছিলেন ঘানার এই উইঙ্গার।

তুরস্কের ক্লাবের হয়ে খেলার সুবাদে এখানেই বসতি গড়েছেন চেলসির এই সাবেক ফুটবলার, থাকেন নিজের স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে। ২০১৩ সালে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন আতসু। তবে চেলসির মূল দলে খেলা না হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেলের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি।

এছাড়াও লোনে এভারটনের হয়েও খেলেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। তার সাবেক ক্লাব চেলসি টুইট করেছে, ”আমরা তোমার জন্য প্রার্থনা করি, আতসু”

Related Articles

Back to top button