দৈনিক খবর

ভারতের বিপক্ষে সাপোজিটর নিয়ে খেলেছেন সোহান

এবার অস্ত্রোপচারের পরও আঙুলের ভাঙ্গা ভালো না হওয়ায় চিন্তিত নুরুল হাসান সোহান। ইনজুরি থেকে সেরে উঠতে সিঙ্গাপুরে অস্ত্রোপচার করা হয় গত আগস্টে। কিন্তু হয়েছে হিতে বিপরীত; ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সাপোজিটর নিয়ে খেলতে হয়েছে সোহানকে। অস্ত্রোপচারের বিষয়ে সোহানের এখন সন্দেহ রয়েছে, এটি সঠিক ছিল কিনা। তিনি এখন আশা এবং প্রার্থনা নিয়ে বেঁচে আছেন যে অগ্নিপরীক্ষা শীঘ্রই শেষ হবে।

এদিকে আঙুলের এই চোটে পড়েন সোহান গত আগস্টে, জিম্বাবুয়ে সফরে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সফরে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাম হাতের আঙুলে চোট পেয়ে দেশে ফিরে আসতে হয় তাকে। পরবর্তীতে সেই সফরের পাশাপাশি এশিয়া কাপ থেকেও বাদ পড়েন। তর্জনীতে চিড় ধরা পড়ে, আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করে সিঙ্গাপুরের হাসপাতালে অস্ত্রোপচার হয় সোহানের।

সফল অস্ত্রোপচারের জন্য র‌্যাফেলস হাসপাতালের হ্যান্ড সার্জন ডাঃ অ্যান্টনি ফু ক্লোজড রিডাকশন এবং পিনিং পদ্ধতি সম্পন্ন করেন। এরপর সোহান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করেন। তারপরে খেলা চালিয়ে যান কিন্তু ব্যথামুক্ত হননি। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সময় সেই আঙুলে ফের চোট অনুভব করেন সোহান। শেষপর্যন্ত বাধ্য হয়ে তাকে ম্যাচ খেলার জন্য সাপোজিটরি নিতে হয়েছিল। এমন অজানা এক গল্প এবার প্রকাশ করলেন সোহান।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ক্রিকবাজকে সম্প্রতি নুরুল হাসান সোহান বলেন, ‘আমি শেষ ম্যাচের (ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট) পরে একটি ইনজেকশন নিয়েছি এবং সেই ইনজেকশনটি ছিল ব্যথা উপশমকারী। এখনও অবশ এবং এভাবে থাকলে ঠিক আছে। কিন্তু ইনজেকশনের প্রতিক্রিয়া শেষ হওয়ার পর ব্যথা বাড়তে পারে। আমি নিশ্চিত নই যে অস্ত্রোপচার করা ভুল নাকি খারাপ। এখন আমার মনে হতে পারে যে আমি যদি অস্ত্রোপচার না করতাম তবে ভাল হত। অন্যদিকে আমি অস্ত্রোপচার না করলে এটি আরও খারাপও হতে পারত।’

সোহান আরও বললেন, ‘আমি সাপোজিটরি দিয়ে টেস্ট সিরিজ খেলেছি কারণ আঙুলে প্রচণ্ড ব্যথা ছিল এবং আমি কিছুই করতে পারছিলাম না। যখনই আমার বাম হাতে বলটি আঘাত করত তখনই এটি একধরনের শক দিচ্ছিল তাই আমি আমার ডান হাত দিয়ে বাম পাশের বলটিও নিচ্ছিলাম। দেখা যাক, ইনজেকশন নিয়েছি এবং কয়েক মাস এটির প্রতিক্রিয়া থাকবে বলে আশা করা হচ্ছে এবং এটি (আমার আঙুল) ভাল হতে পারে।’

এদিকে সোহানের বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে তিনি ব্যথা কাটিয়ে উঠবেন এবং তাড়াতাড়ি পুরোপুরিভাবে ফিট হয়ে ফিরে আসবেন।

Related Articles

Back to top button