দৈনিক খবর

ফিফা বর্ষসেরার পুরস্কার অনুষ্ঠানে আর্জেন্টিনার জয়জয়কার

এবার শুধু যে লিওনেল মেসিই বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তা নয়, আর্জেন্টিনার জন্য সুখবর আছে আরো কয়েকটি। সেরা কোচ, সেরা গোলরক্ষক, এমনকি সেরা সমর্থকের পুরস্কারও যে গিয়েছে আলবিসেলেস্তেদেরই ঘরে। কাতার বিশ্বকাপ জয়ের পুরস্কার পেয়েছেন লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন।

বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্তিনেস হয়েছেন বছরের সেরা গোলরক্ষকও। ফিফার পক্ষ থেকে দেওয়া এটিই সর্বোচ্চ কোনো ব্যক্তিগত স্বীকৃতি। লিওনেল মেসির কাছে এসব জেতা ডালভাতে পরিণত হয়েছে। তবে স্কালোনি-মার্তিনেসের জন্য এবারই প্রথম।

এদিকে বিশ্বকাপ জুড়েই আলবিসেলেস্তে সমর্থকদের সমর্থন দেখা গিয়েছে। কাতারের আকাশি-নীল দলের হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজারের মতো আর্জেন্টাইন। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পরেও সমর্থন কমেনি বরং বেড়েছে।

আর সেই সমর্থন দেওয়ার পুরস্কারই পেয়েছেন আর্জেন্টাইন ভক্তরা। ফিফা বছরের সেরা সমর্থক হিসেবে ঘোষণা করেছে আলবিসেলেস্তে ভক্তদের নাম। অর্থাৎ, ফিফার এই অনুষ্ঠানের মূল পুরস্কারগুলোড় সবকিছুই দখলে নিয়েছেন আর্জেন্টাইনরা।

Related Articles

Back to top button