দৈনিক খবর

করলা চাষে আলতাবের মুখে হাসি, লাখ টাকা আয়ের আশা

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় করলার বেশি ফলন পেয়েছেন তিনি। উৎপাদন এবং ভালো দাম পাওয়ায় খুশি তিনি। তার সফলতা দেখে এখন অনেক কৃষকই করলা চাষে আগ্রহী হয়েছেন। বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে করলা চাষে লাভবান কৃষক আলতাব।

কৃষক আলতাব আগে এক সময় ঢাকায় গামের্ন্টসে কাজ করতেন। অর্থের উপার্জন করার জন্য পরিবার পরিজন ছেড়ে ঢাকায় থাকতে হতো। অভাবের সংসারে চাকরী করে যে টাকা উপার্জন হতো তা দিয়ে সংসার চালানো কষ্ট হতো। জমানো টাকা দিয়ে দেড় বিঘা জমি ইজারা নিয়ে রানী জাতের করলার চাষ করে তার ভাগ্য বদলেছেন। বাজারে করলা ভালো দামে বিক্রি করতে পেরে খুশি তিনি। চাকরি ছেড়ে দিয়ে গত কয়েক বছর আগে গ্রামে চলে আসেন। গ্রামে এসে কৃষি কাজে মনোনিবেশ করেন।

আলতাব বলেন, জমি প্রস্তুত করে গত ভাদ্র মাসের প্রথম সপ্তাহে জমিতে করলার চারা রোপন করি। মাঁচা তৈরী করে চারা থেকে গাছ মাঁচায় উঠিয়ে দেই। সব খরচ বাদ দিয়ে করলা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি। প্রতি এক বিঘা জমিতে বাঁশ ও সুতা দিয়ে মাঁচা তৈরী করতে এবং শ্রমিকসহ খরচ হয়েছে ২৫-২৬ হাজার টাকা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অন্যান্য সবজির চেয়ে করলা চাষে তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় এ উপজেলার কৃষকরা করলা চাষে ঝুঁকছেন। করলা চাষে আমরা কৃষকদের সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি।

Related Articles

Back to top button