দৈনিক খবর

ঘরের মাঠে বাংলাদেশ সবসময় খুবই শক্তিশালী দল: মঈন আলী

চলতি পাকিস্তান সুপার লিগে খেলতে না যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। তবে তার পিছনে অবশ্য কারণ রয়েছে। আগামী মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের জন্যই বিপিএলে খেলতে এসেছেন তিনি। বিপিএলের এবারের আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি।

গত আসরের মত এবারও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গতকাল ফাইনালে ১৭ বলে অপরাজিত ২১ রানে ম্যাচ জয়ে অবদান রেখেছেন তিনি। ফাইনালের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মঈন আলী জানিয়েছেন বাংলাদেশ সিরিজের জন্যই বিপিএলে খেলতে এসেছেন তিনি। এছাড়াও আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। যে কারণে এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতেই বিপিএলে এসেছেন তিনি।

গতকাল মঈন আলী বলেন, “এবার আমার বিপিএলে আসার একটা কারণ এই সিরিজ। এখানে আমাদের সিরিজ আছে। সামনে আবার ভারতে বিশ্বকাপও আছে। আমি চাচ্ছিলাম, এ ধরনের কন্ডিশনে বেশি বেশি খেলে অভ্যস্ত হতে। এই খেলাগুলো অবশ্যই আমাদের সাহায্য করবে।” এদিকে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।

তবে ইংল্যান্ড এখন ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। সেটি মনে করিয়ে দিলেন তিনি, “বাংলাদেশ সফর সব সময়ই কঠিন। ঘরের মাঠে ওরা খুবই ভালো দল। তবে আমরাও ভালো দল। আশা করি, সিরিজটা ভালো হবে। আমাদের জন্য উইকেট অতটা গুরুত্বপূর্ণ না। আমাদেরও ভালো ক্রিকেটার আছে, যারা এ ধরনের কন্ডিশনে খেলেছে, ভালো করেছে”।

তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে খেলছি অনেক দিন। ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাংলাদেশ সিরিজে উইকেট যদি বিপিএলের মতো ভালো থাকলেও মানিয়ে নিতে হবে, খারাপ হলেও তা–ই করতে হবে। কারণ আমরাও যথেষ্ট ভালো দল।”

এদিকে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই এই সকলকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ১ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

Related Articles

Back to top button