দৈনিক খবর

পেলের শেষকৃত্যে যোগ দিতে ব্রাজিল গেছেন সুপারস্টার নেইমার

ব্রাজিল কিংবদন্তি পেলেকে শেষবিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর পাশেই নেকরোপল একিউমেনিকাতে। আজ সোমবার খুব ভোরে তাঁর কফিন আনা হয়েছে সান্তোসের মাঠে। এখান থেকেই শুরু হবে এই মহাতারকার শেষযাত্রা। যাতে যোগ দিতে ব্রাজিল গেছেন সুপারস্টার নেইমার।

নেইমারের হাতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপটি দেখতে চেয়েছিলেন পেলে। কিন্তু শেষ আটে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিদায় নেওয়ায় সেটি হয়নি। বিশ্বকাপের পর নেইমার যোগ দিয়েছিলেন পিএসজিতে।

স্ত্রাসবুর্গের বিপক্ষে প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় গতকালের ম্যাচে খেলতে পারেননি নেইমার। এবার পেলের শেষকৃত্যে যোগ দিতে তিনি পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন বলে জানিয়েছে ফ্রান্সের পত্রিকা ‘লেকিপ’।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে গত বৃহস্পতিবার রাতে ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। ব্রাজিল কিংবদন্তির স্মৃতিবিজরিত সান্তোস ক্লাব থেকেই নেইমারের উত্থানের শুরু।

এখান থেকেই তিনি যোগ দেন বার্সেলোনায়। হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা তারকা। কাতার বিশ্বকাপে আন্তর্জাতিক গোলের সংখ্যায় পেলেকে ছুঁয়ে ফেলেন নেইমার। দুজনেই এখন ৭৭টি আন্তর্জাতিক গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

Related Articles

Back to top button