Countrywideদৈনিক খবর

জানা গেল ডিবির ওসিসহ আরো ৪-৫ জনকে বেদমভাবে প্রহার করার কারন

সম্প্রতি পিরিজপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে।  ইফতার বিতরণ কে কেন্দ্র করে ডিবির ওসি সহ আরো ৪-৫ জনের উপর অতর্কিত হা/?মলা হয়েছে।  যে ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম উদ্দিন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণের পর প্রতিপক্ষ অপর গ্রুপের হা/?মলায় চারজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পিরোজপুর জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম উদ্দিনকেও কুপিয়ে আহত করে হা/?মলাকারীরা।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিরোজপুর জেলা ডিবি (দক্ষিণ) ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন (৪৫), পৌর ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম মুন্না (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাওন (২৩), মঠবাড়িয়া পৌরসভার ৮ম ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. সভাপতি জাহিদুল ইসলাম শুভ। (২০), উপজেলা ছাত্রলীগ কর্মী রাব্বি বেপারী (২০)।

আহত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। হা/?মলায় আহত অন্যদেরও উদ্ধার করে মঠবাড়িয়া ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রায়হান আহমেদ জানান, আজ মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় কয়েকজন সন্ত্রা/?সী হা/?মলা চালায়। তারা ছাত্রলীগের ৪ সদস্যকে কুপিয়ে আহত করেছে। হা/?মলাকারীদের প্রত্যেকের বিরুদ্ধে পুলিশের একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, মঠবাড়িয়া বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণের সময় প্রতিপক্ষ দলের হা/?মলায় ৪ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হা/?মলাকারীরা জেলা ডিবির (দক্ষিণ) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনকে আহত করে।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ হা/?মলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে।

অভিযুক্ত আসামীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ। এছাড় সারাদিন রোজা থাকার পর এমন একটি ঘটনা ঘটা হতাশাসা জনক বলে মন্তব্য করেছেন স্থানীরা।

Related Articles

Back to top button