দৈনিক খবর

ক্রিয়া জগতে শোকের ছায়া, ভারতে খেলতে গিয়ে মাঠেই মারা গেলেন বাংলাদেশের তারকা খেলোয়াড়

বাংলাদেশের ফুটবল জগতে আজকের দিনটি শোকের। জানা গেছে বাংলাদেশের সাবেক ফুটবলার হানিফ রশিদ ডিবলু (৫৬) ভারতের খেলার মাঠে মারা গেছেন।এ নিয়ে এখন শোকের ছায়া বইছে ক্রিয়া জগতে।প্রাথমিক পর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডাবুলের বাড়ি রাজধানীর আরামবাগ এলাকায়।তিনি ভারতে শিশুগুড়িতে ফুটবল খেলতে গিয়েছিলন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাটের গ্রিন ল্যান্ড ডুয়ার্স ক্লাবের উদ্যোগে ২২ ও ২৩ জানুয়ারি ভারত, ভুটান, বাংলাদেশ ও নেপালের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে দুদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলার মাঝখানে হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ”ত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রসঙ্গত, তার ছিল একটি দীর্ঘ ফুটবল ক্যারিয়ার। জানা যায় ফুটবল ক্যারিয়ারে তিনি আরামবাগ স্পোর্টস ক্লাব, রহমতগঞ্জ, ফকিরপুল ইয়াংমেনসহ বিভিন্ন ক্লাবে নিয়মিত খেলেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফে), সোনালী পাস্ট ক্লাবসহ অনেক সংগঠন শোক প্রকাশ করেছে।

Related Articles

Back to top button