দৈনিক খবর

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

এবার রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী মো. ইশরাক হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার ২৫ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১টার দিকে এ হাতিরঝিল থানাধীন রামপুরা ব্রিজের কাছে হাতিরঝিল পাবলিক টয়লেটের বিপরীত পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এরপর গুরুতর আহত অবস্থায় ইশরাককে উদ্ধার করে পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইশরাক ঢাকার ওয়ারী ৮নং গুপি কিষান লেনের স্থায়ী বাসিন্দা ইমরান হোসেনের ছেলে। তিনি বাবার মেটালক্রাফ কেমিক্যাল ব্যবসা দেখাশোনা করতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

ইশরাককে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর রামপুরা ব্রিজের পাশে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ইশরাক। সেখানে অনেক লোকজনের ভিড় থাকলেও তাকে কেউ হাসপাতালে নিয়ে আসেননি। কেউ কেউ সেখানে ভিডিও করছিলেন, কেউ আবার ছবি তুলছিলেন। তিনি বলেন, যতটুকু শুনেছি গুলশানের দিক থেকে রামপুরা ব্রিজের দিকে আসছিলেন ইশরাক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি।

এদিকে মৃতের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, গতকাল বুধবার রাতে ইশরাক বাসা থেকে বের হয়েছিলেন গুলশানের নিকেতনে তার বন্ধুর বাসায় যাবেন বলে। বাসায় মোবাইল রেখে গিয়েছিলেন ভুলে। পরে সেখান থেকে বাসায় ফিরে মোবাইল নিয়ে আবার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Related Articles

Back to top button