Countrywideদৈনিক খবর

বেনজিরের টাকায় অরাভের স্বর্ণের দোকান ও নিজের সাথে তার দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন ডিবি প্রধান হারুন

বাংলাদেশের টক অব দ্যা টাউন এখন একটিই আর তা হলো সম্প্রতি লাইমলাইটে আসা আরাভ খান। দুবাইতে স্বর্ণ ব্যবসা করা আরাভ খান যেন এখন দেশের একটি সর্বোচ্চ উচ্চারিত নাম হয়ে দাঁড়িয়েছে। আর একের পর এক নতুন নতুন সব তথ্য বেরিয়ে আসছে তার নামে।

সম্প্রতি ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিন এর সাথে লাইভে একটি সাক্ষাৎকারে উপস্থিত হন বাংলাদেশের বর্তমান ডিবি প্রধান হারুন। সেখানে খালেদ মহিউদ্দিন নানা ধরনের সব প্রশ্ন করেন তাকে।

এ সব প্রশ্নের এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয় আরাভ খানের বিষয়ে এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে।

খালেদ মহিউদ্দিন বলেন,দুবাইতে আরাভ খান যে স্বর্ণের দোকান খুলেছে বা এত টাকার সম্পদের মালিক হয়েছে এ সব কিছু সাবেক আইজিপি বেনজির আহমেদের আর বেনজির আহমেদের সাথে দ্বন্দ্বের কারণেই আপনি এসব কিছু মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন এটা সত্যি কি না ?

এ দিকে এমন প্রশ্নের মুখে পরে একটুও বিচলিত না হয়ে জবাব দিতে থাকেন গোয়েন্দা প্রধান হারুন। তিনি বলেন, কারোর বিষয়ে সুনিদৃষ্ট কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক না। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে আমার কোনো ধরণের দ্বন্দ্বও নেই। এবং সেই সাথে রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সম্পর্কে তিনি শুধু ওই পুলিশ হ’ত্যা’ মামলার বিষয়েই জানতেন এ ছাড়া জানতেন না আর কিছু।

ডিবি প্রধান হারুন আরো বলেন, আইজিপি মহোদয়ের সম্পদে আরাভ খান কিছু করেছে কি না তা আমার সঠিক জানা নেই। এবং আমি এই বিষয়ে মিডিয়াকে কিছু বলিনি। আমি শুধু অরাভের সম্পর্কে মিডিয়াতে বলেছি।

প্রসঙ্গত, আরাভ খান দুবাইতে স্বর্ণের দোকান উদ্বোধনের সময়ে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান সহ আরো বেশ কয়েকজন তারকাকে উড়িয়ে নিয়ে যান দুবাইতে। আর সেখানে সাকিব যাওয়ার আগে তাকে ডিবি হারুন অরাভের বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে করেছিলেন সতর্ক।

Related Articles

Back to top button