দৈনিক খবর

প্রথম ওয়ানডের টিকেটে ইংল্যান্ডের পতাকা ব্যবহারে ভুল করল বিসিবি

এবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের জন্য যে টিকেট ছাপা হয়েছে, তাতে ধরা পড়ল বড় এক অসংগতি। পতাকা ব্যবহারে ভুল করে বসল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বুধবার ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। এ ম্যাচের একটি টিকেট দেশ রূপান্তরের হাতে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের পতাকার জায়গায় ছাপা হয়েছে যুক্তরাজ্যের পতাকা। ইংল্যান্ডসহ চারটি দেশ নিয়ে যুক্তরাজ্য গঠিত। তবে যুক্তরাজ্যের অধীনস্থ চারটি দেশেরই রয়েছে আলাদা আলাদা পতাকা। রয়েছে আলাদা আলাদা স্পোর্টস ফেডারেশন।

এদিকে যুক্তরাজ্যের অধীনস্থ আয়ারল্যান্ড, স্কটল্যান্ডও যেমন ইংল্যান্ডের মতো স্বতন্ত্রভাবে ক্রিকেটে অংশ নেয়। ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করে যাওয়ার পরই যেমন আয়ারল্যান্ড আসবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকেটের গায়ে এই দুই দেশের পতাকাই থাকার কথা। কিন্তু সেটি হয়নি।

ইদানিং টিকেটে এমন ভুল প্রায় করছে বিসিবি। ২০২১ সালের নভেম্বরে পাকিস্তান সিরিজে যেমন খেলা শুরু সময়ের জায়গায় দিনকে রাত বানিয়ে ফেলা হয়েছিল। এমনকি সংবাদমাধ্যমের কাছে প্রেরিত খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানান ভুল হওয়ার মতো ঘটনাও আছে অতীতে।

Related Articles

Back to top button