Countrywideদৈনিক খবর

অবশেষে ওমরাহ পালন করতে সৌদির পথে সমুদ্র সৈকতে পান বিক্রি করা সেই বৃদ্ধ

হজে যাওয়ার স্বপ্ন পূরন করার জন্য তিনি টাকা জোগাড় করতে কঠোর পরিশ্রম করতে শুরু করেন। শেষ পর্যন্ত তিনি তিন পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে শুরু করেন মিষ্টি পান বিক্রি। কিন্তু সেটা ৩ মাস ধরে বিক্রি করেও সামান্য টাকাও রোজগার হয় না। অবশেষে সেই ইমান আলী সৌদি আরবে যাচ্ছেন ওমরাহ হজ পালন করতে। এতে তিনি অনেক খুশি।

সোমবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় তিনি ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। কুয়াকাটা পৌর মেয়রের প্রতিনিধি মো. আবু বকর হাওলাদার দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদারের নির্দেশে আমি তাকে ঢাকায় নিয়ে যাই। আজ দুপুর দেড়টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। দুপুর আড়াইটার দিকে তার ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।

পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে বৃদ্ধ ইমান আলী এখমান্দারের (৯০) বাড়ি। তিনি দুই ছেলের জনক। পেশায় তারা কাঠমিস্ত্রি। নিজেরা খেয়ে সংসার চালানোর দায়িত্বে থাকায় দুই ছেলে বাবার প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ইমান আলীর হজ করার ইচ্ছার খবর গত ১৭ মার্চ একটি অনলাইন গনমাধ্যমে প্রকাশিত হয়। দুই দিন পর বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ তার হজের পুরো দায়িত্ব নেন। তার নির্দেশে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার নিজেই এই বৃদ্ধার সব দায়িত্ব নেন।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, “গত ১৯ মার্চ সংসদ সদস্যের নির্দেশে আমি তাকে ঢাকায় নিয়ে যাই। সব কাগজপত্র ঠিক করার পর হজ্জে যাওয়ার প্রস্তুতি করে দেই। আজ তার ফ্লাইট কিন্তু যেতে পারিনি। তাই আমার একজন প্রতিনিধি তার সাথে পাঠিয়ে দিই।

তদন্তে জানা যায়, ইমান আলীর হজের দায়িত্ব নেওয়া সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ আরো এক অন্ধ ব্যক্তিকে হজ করতে পাঠিয়েছেন। তাদের দেখভালের জন্য একজন প্রতিনিধি ও একমাস সৌদি আরবে থাকার সকল ব্যয়ভার তিনি দিয়েছেন।

তার ইচ্ছার কথা দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রচার করার কারনে তার জীবনের শেষ আসা পূরন হওয়ায় ঐ সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে প্রবীণ ইমান আলী বলেছেন, আমার এই বহু দিনের কাঙ্খিত স্বপ্ন পূরন করতে যারা সাহায্য করেছেন এবং অবদান রেখেছেন তাদের প্রত্যেককে আমি সালাম জানাই। পবিত্র মক্কায় যখন পৌঁছবো তখন আল্লাহর নিকট তাদের জন্য দুহাত তুলে দোয়া চাইব।

Related Articles

Back to top button