দৈনিক খবর

বিএনপির যুগ্ম মহাসচিবের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

এবার বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের বাড়ি ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রাত ৯টার দিকে শহরের চিনিশপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঠিক কী কারণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে চিনিশপুর এলাকায় খায়রুল কবীর খোকনের বাড়ি তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির নিচতলার জানালার কাচ ভেঙে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নেভান। এ ঘটনায় বাড়ি ও অফিসের জানালা, গ্লাস, কয়েকটি চেয়ারসহ খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী। এ সময় তিনি খায়রুল কবীর খোকনের বাড়িতে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বৃহস্পতিবার জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলীয় কোন্দলের জেরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কি না সেটিও সন্দেহের মধ্যে রয়েছে বলে জানান তিনি।

এদিকে মনজুর এলাহী বলেন, ‘বাড়ি হলো মানুষের নিরাপদ আশ্রয়। সেখানে যদি এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেটি আতঙ্কিত হওয়ার মতো ঘটনা।’ খায়রুল কবীর খোকনের বাড়ির কেয়ারটেকার কাজল মিয়া বলেন, ‘একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিনতে পারিনি। এ সময় আমাকে সামনে পেলে মারধর করতে পারে এমন আশঙ্কায় আমি লুকিয়ে ছিলাম।’

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘কে বা কারা মশাল মিছিল নিয়ে গিয়ে বাড়ির নিচতলায় অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Back to top button