দৈনিক খবর

হিরো আলমের ‘অ্যাম্বুল্যান্স’ থাকবে বগুড়া মেডিক্যালের সামনে

হবিগঞ্জের চুনারুঘাট থেকে উপহার পাওয়া গাড়িটি অ্যাম্বুল্যান্সে রূপান্তর করে বগুড়া মেডিক্যাল কলেজের সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। দরিদ্র রোগী ও লা’শ পরিবহনের কাজে এই অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হবে।

কবে নাগাদ এই অ্যাম্বুল্যান্স সেবার কার্যক্রম শুরু হবে—গতকাল দুপুরে মুঠোফোনে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিছুটা মেরামত করতে হবে। তা ছাড়া ১০ বছরের ট্যাক্স বাকি। এই বিষয়গুলো আগে জানা ছিল না। তাই অ্যাম্বুল্যান্স সেবা শুরু করতে কিছুটা সময় লাগবে।

এ সময় তিনি জানান, হবিগঞ্জে এসে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতেও আসার ইচ্ছা রয়েছে। এখানে মানবসেবার কাজ করারও পরিকল্পনা রয়েছে। এর আগেও সিলেটে বন্যার সময় এখানে এসে কাজ করেছেন বলে জানান তিনি।

এদিকে, বিআরটিএর ওয়েবসাইটের অনলাইনের তথ্যে অনুযায়ী গাড়িটি ১০ বছর ধরে কাগজপত্র নবায়ন করা হয়নি।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক মুখলিছুর রহমান আলোচিত হিরো আলমকে যে মাইক্রোবাস উপহার দিয়েছেন সেই গাড়ির কাগজপত্র নবায়ন করতে প্রায় পাঁচ লাখ টাকা সব মিলে ফি দিতে হবে।

গত মঙ্গলবার দুপুর ৩টায় হিরো আলম উপহারের গাড়িটি গ্রহণ করে সেটি অ্যাম্বুলেন্স হিসেবে মানুষের কল্যাণে ব্যবহারের ঘোষণা দিয়েছেন। এদিকে মুখলিছুর রহমানের গাড়ি উপহার দেওয়া নিয়ে গত কয়েক দিন ধরেই সোস্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা চলছিল। গাড়িটির বর্তমান বাজার মূল্য, গাড়িটি দেবেন কিনা এবং নানা বিষয় নিয়ে।

এবার নতুন করে আলোচনায় এসেছে গাড়ির কাগজপত্রের মেয়াদ না থাকা নিয়ে। ১০ বছর ধরে গাড়িটির কাগজপত্র নবায়ন নেই। গাড়ি প্রদানের পর ফেসবুকে গাড়ি নবায়নে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন এমন স্ট্যাটাস ভাসছে।

Related Articles

Back to top button