দৈনিক খবর

বাংলাদেশ থেকে পাকিস্তানে ফিরেই মন্ত্রী হিসেবে শপথ নেবেন ক্রিকেটার!

রাজনীতিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার ওয়াহাব রিয়াজ। ক্রিকেট এখনও ছাড়েননি তিনি। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন এই পাক বোলার। এর মধ্যেই খবর, পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী নিযুক্ত হয়েছেন।

দীর্ঘদিন ধরে ক্রীড়াব্যক্তিত্বরা বলে আসছেন, খেলার মাঠের লোকেরই প্রশাসনে আসা উচিত। ওয়াহাব রিয়াজ খেলার মাঠের মানুষ। খেলাধুলোর অবস্থা, দেশের পরিকাঠামোর কথা ভাল বুঝতে পারবেন একজন ক্রীড়াবিদই। এক্ষেত্রেও ওয়াহাব রিয়াজ তার কাজ ঠিকঠাক ভাবে পালন করবেন এমনটা ধরে নেওয়াই যায়।

যদিও তিনি এখনও পুরোদস্তুর ভাবে কাজ শুরু করেননি। আর পুরোদস্তুর কাজ শুরু করলেও খুব বেশি সময় পাবেন না ওয়াহাব রিয়াজ। তার হাতে মাত্র তিন-চার মাস সময়। বাংলাদেশ থেকে দেশে ফেরার পরে তিনি শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

পাকিস্তান সুপার লিগে পেশোযার জালমি দলের হয়ে খেলেন ওয়াহাব। এবছরও তাকে দলে নেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ চালালেও তিনি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।

পাঞ্জাব প্রদেশের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী মহসিন নাকভী জানিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ওয়াহাব রিয়াজ ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। আগামী তিন-চার মাসের মধ্যেই নির্বাচন হবে পাঞ্জাব প্রদেশে।

Related Articles

Back to top button