খেলাধুলাদৈনিক খবর

হোয়াইটওয়াশের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

সম্প্রতি শক্তিশালী ইংল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর টাইগাররা। আজ দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এরই মধ্যে টি-২০ সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

এদিকে বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতেছে টাইগাররা। পারফরমেন্সের ধারা অব্যাহত থাকলে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার রেকর্ড গড়বে সাকিব আল হাসানের দল। এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জয় টাইগারদের জন্য এই ফরম্যাটে ছিলো টানা পঞ্চম। এদিকে এই ফরম্যাটে টানা ম্যাচ জয়ের দিক থেকে এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ। ফলে টানা জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেয়ার দারুণ সুযোগ থাকছে টাইগারদের সামনে।

বাংলাদেশের বিপক্ষে এই সফরে পাঁচ ম্যাচের মধ্যে কোনটিতেই লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড। টি-২০তে হোয়াইটওয়াশ এড়াতে হলে আবহাওয়ার সহায়তা পেতে হবে আইরিশদের। সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব। সেই সঙ্গে এটিও পরিস্কার করেছেন, পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।

Related Articles

Back to top button