দৈনিক খবর

৩০০ যাত্রী নিয়ে মাঝ আকাশে দুর্ঘটনার কবলে বিমান, ফুটো হয়ে গেল তেলের ট্যাংকি

বর্তমান আধুনিক যুগে এক দেশ থেকে অন্য দেশে অতি দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে আকাশ কোনো বিকল্পই দেখছেন না ভ্রমণ পিপাসু যাত্রীরা। অতি কম সময়ে এবং চোখের পলকেই গন্তব্যে পৌঁছাতে পেরে রীতিমতো স্বস্তি প্রকাশ করে থাকেন তারা। তবে মাঝে মধ্যেই সেই আকাশ পথেও ঘটে থাকে নানা অপ্রত্যাশিত ঘটনা।

এবার জানা গেল, উড়ার সময় হঠাৎ করেই ফুটো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের তেলের ট্যাঙ্ক। এ কারণে ৩০০ যাত্রী নিয়ে দিল্লিগামী ফ্লাইটটিকে সুইডেনের বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।

আমেরিকার নেওয়ার্ক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে ফ্লাইটটি শুরু হয়েছিল। কিন্তু জটিলতা দেখা দেয় যখন বিমানের ফুয়েল ট্যাঙ্ক মধ্য বাতাসে লিক হয়ে যায়।

জানা গেছে যে বোয়িং৭৭৭-৩০০ইআর এয়ারক্রাফটের একটি ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে যাওয়ায় সমস্যা দেখা দে। এরপর স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করা হয়। পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ৩০০ যাত্রী নিয়ে অবতরণ করে।

ট্যাঙ্কের ফুটো হয়ে তেল বের হচ্ছিল বলেও জানা গেছে। সঙ্গে সঙ্গে বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অবতরণের পর পরীক্ষায় দেখা যায়, বিমানের দুই নম্বর ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক থেকে তেল বের হচ্ছে। এটা ঠিক করা হয়েছে।

এদিকে গত ২ দিন আগেই জরুরি অবতরণ করে আরো একটি বিমান। ফলে সৌভাগ্যবশত এ যাত্রায় প্রাণে বেঁচে যান সকলেই।

Related Articles

Back to top button