দৈনিক খবর

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে না ফেরার দেশে এক সাথে ২৬ জন

গ্রিসে এখন চলছে শোকের মাতম। জানা গেছে দেশটিতে হটাৎ এক সাথে না ফেরার দেশে ২৬ জন।আরো খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি ঘটেছে গ্রিসের উত্তরাঞ্চলে। সেই সাথে আহত হয়েছে আরো ৮৫ জন।

দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সিএনএন থেকে খবর।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লারিসা শহরের কাছে আরেকটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়।

এ সময় যাত্রীবাহী ট্রেনে অন্তত সাড়ে তিনশ যাত্রী ছিল। রাজধানী এথেন্স থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে, দুর্ঘটনায় কমপক্ষে তিনটি ট্রেনের বগিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক কোচ।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট, ১৫০ টি ফায়ারম্যান এবং ২০ টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

প্রসঙ্গত,এ দিকে এই দুর্ঘটনায় বেড়েই চলছে আতঙ্ক। সেই সাথে এখনো জারি রয়েছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

Related Articles

Back to top button