দৈনিক খবর

এবার মাঝ আকাশেই ১৪৭ যাত্রী নিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে বিমান, মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় কেবিন

শুধু সড়ক পথেই নয়, মাঝে মধ্যে আকাশ পথেও ঘটে থাকে নানা অনাকাঙ্খিত ঘটনা। যদিও এ ঘটনা নতুন নয়, ইতিপূর্বেও এমন ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে এবার মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমান।

এতে ওই বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় বিমানটি কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করে।

জানা গেছে, বিমানটির গন্তব্য ছিল কিউবার রাজধানী হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে।

কিউবান কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানা থেকে উড্ডয়নের পরপরই বিমানটি পাখিটির সঙ্গে ধাক্কা খায়। প্লেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এই অবস্থায় বিমানটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে।
সাউথওয়েস্ট এয়ারলাইন্স এবং কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বিমানের কেবিনে ধোঁয়া ঢুকে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সাউথওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে যে বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ১৪৭ জন যাত্রী ছিল। আর ক্রু ছিল ছয়জন।

সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি পাখি সঙ্গে বিমানের ইঞ্জিন ও ডগার সঙ্গে ধাক্কা লাগে।

বিবৃতিতে আরো বলা হয়, পাখিটির সঙ্গে সংঘর্ষের পর পাইলটরা বিমানটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে দেন। কেবিনে ধোঁয়া ঢুকে পড়ায় জরুরি অবতরণের পর বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।

তবে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, তারা সকলেই নিরাপদে রয়েছেন। যাত্রীদের অন্য আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button